রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ - ২২:৩৩
দোহায় বৈঠক: ফিলিস্তিন ইস্যুতে ঐক্যের ডাক ইরান-কাতারের

দোহায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ও শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি ফিলিস্তিন সংকট এবং ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে ইসলামি ও আরব দেশগুলোর ঐক্যবদ্ধ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। উভয়পক্ষই গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধ ও দখলদার শাসনের জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেন।

হাওজা নিউজ এজেন্সি: এই বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেছেন।

আরাকচি ইসলামি ও আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে দোহা সফরে গিয়েছিলেন এবং এ সময় তিনি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী কাতারের বিরুদ্ধে ইসরায়েলি শাসনব্যবস্থার সাম্প্রতিক সামরিক আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়ে বলেন, ইসলামি বিশ্বকে অবশ্যই ইসরায়েলের যুদ্ধবাজ নীতি প্রতিহত করতে, গাজায় গণহত্যা বন্ধ করতে এবং দখলদার শাসকগোষ্ঠীর নেতাদের বিচারের আওতায় আনতে সমন্বিত ও কার্যকর উদ্যোগ নিতে হবে।

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইরানের নীতিগত ও ভ্রাতৃত্বপূর্ণ অবস্থানের প্রশংসা করেন এবং কাতারের জনগণ ও সরকারের প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে দাঁড়াতে এবং ইসরায়েলের আধিপত্য বিস্তারের বিপজ্জনক প্রবণতা ঠেকাতে ইসলামি ও আরব দেশগুলোর সর্বাত্মক ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য।

এ বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অগ্রগতি, বিশেষত পরমাণু ইস্যু এবং কূটনৈতিক ক্ষেত্রে ইরানের ধারাবাহিক ও দায়িত্বশীল প্রচেষ্টা নিয়েও আলোচনা হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha